ক্রঃনং | সেবা সমূহ সেবার নাম | দায়িত্ব প্রাপ্ত কর্মকতা/কর্মচারী | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের প্রয়োজনীয় সময় | সেবা প্রদানের প্রয়োজনীয় ফি | সংশ্লিষ্ট আইন/ বিধি বিধান | সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতি কারের বিধান |
০১ | ক্রীড়াপরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিভিন্ন খেলার উপরউপজেলা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও প্রতিযোগিতার আয়োজন। | ১. জেলা ক্রীড়া অফিসার ২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন/ শিক্ষা প্রতিষ্ঠানকে পত্র দ্বারা অবহিত করণের মাধ্যমে | অবহিত করণ পত্রে উল্লেখিত তারিখ অনুযায়ী | প্রয়োজ্য নহে | অবহিত করণ পত্রের শর্ত অনুযায়ী | পরিচালক ক্রীড়া পরিদপ্তর,মাওঃ ভাসানী স্টেডিয়াম পুরানা পল্টন, ঢাকা। |
০২ | ক্রীড়া পরিদপ্তর হতে প্রাপ্ত ক্রীড়া সরঞ্জাম বিতরণ | ঐ | আবেদনের মাধ্যমে | মজুদ থাকা সাপেক্ষে আবেদন প্রাপ্তির সাথে সাথে | প্রয়োজ্য নহে | স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব হতে হবে। | ঐ |
০৩ | জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য সুপারিশ। | ঐ | ঐ | ১৫দিন | ঐ | সংশ্লিষ্ট ক্রীড়াবিদ | ঐ |
০৪ | ক্রীড়া সংক্রান্ত যে কোন তথ্য প্রদান | ঐ | সরাসরি যোগাযোগ/ আবেদনের মাধ্যমে | এক সপ্তাহ | ঐ | জেলার সকল নাগরিক | ঐ |
বিঃদ্রঃ উপরোক্ত সেবা সমুহ পাওয়া না গেলে অভিযোগ করতে হবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস